প্রকাশিত: Fri, Dec 15, 2023 6:34 PM আপডেট: Sat, Dec 6, 2025 2:22 PM
পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে সতর্ক করলো ইসি
মোশতাক আহমেদ শাওন : [২] নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
[৩] বৃহস্পতিবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষর করা একটি চিঠিতে সতর্ক করা হয়।
[৪] গোলাম দস্তগীরকে দেওয়া চিঠিতে বলা হয়, ৩০ নভেম্বর অস্ত্রধারী কর্মীসহ বহুসং সমর্থক নিয়ে বিশাল শোভাযাত্রা করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যা মনোনয়নপত্র দাখিল করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর লঙ্ঘন।
[৫] চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা পালন করার শর্তে সতর্ক করার জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।